ব্যতিক্রমী সিদ্ধান্ত, ছয় মাস করে দায়িত্বে দুই সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৭, ২০২১
১১:২৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০১:০২ পূর্বাহ্ন



ব্যতিক্রমী সিদ্ধান্ত, ছয় মাস করে দায়িত্বে দুই সাধারণ সম্পাদক

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্থগিত ফলাফল ঘোষিত হয়েছে। এই পদে দুই প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক সেলিম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমানের ভোট সমান (৬২৭টি) হওয়ায় চলতি বছরে ৬ মাস করে প্রত্যেকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন।

আজ রবিবার (১৭ জানুয়ারি) পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক পদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের সবগুলো আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির দায়িত্ব পালনের ইতিহাসে নতুন নজির সৃষ্টি করে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমদাদুল হক।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। তবে সাধারণ সম্পাদক পদে ফলাফল টাই হয়ে যায়। এ পদে অ্যাডভোকেট ফজলুল হক সেলিম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান উভয়ে ৬২৭টি করে সমান ভোট পান। ফলে এ পদে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি। এ বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সে সময় জানানো হয়।

এএফ/০৩