গোলাপগঞ্জে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে ব্যারিস্টার সুমন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২১
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
১০:৫৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে ব্যারিস্টার সুমন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ এর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।  

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৭টায় রুহেল আহমদ এর নির্বাচনী কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সোহেল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সাইদুল হক সুমন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম,উপজেলা আওয়ামীলীগ নেতা মুবিন জায়গীরদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইন্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর,আবু সুফিয়ান আজম,জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপসম্পাদক হোসেন আহমদ প্রমুখ।  

সভা শেষে পৌর শহরে গণসংযোগ করেন নেতৃবৃন্দ। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে নূর ম্যাশনের সামনে এক পথ সভায় মিলিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সাইদুল হক সুমন।

প্রধান অতিথির বক্তব্য যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সাইদুল হক সুমন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে অনেক সম্পদশালী প্রার্থীকেও মনোয়ন না দিয়ে খোজ খবর নিয়ে সৎ, যোগ্য প্রার্থী  হিসেবে মোহাম্মদ রুহেল আহমদকে নৌকার প্রার্থী  হিসেবে মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী রুহেল ছাত্রলীগের রাজনীতি করে আজ এই পর্যায়ে উঠে এসেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে রুহেল আহমদকে বিজয়ী করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম,  মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

এফ এম/বি এন-০৫