সিলেটে ৭ পৌরসভায় আ. লীগের ৪ বিএনপির ৩ প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৭, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন



সিলেটে ৭ পৌরসভায় আ. লীগের ৪ বিএনপির ৩ প্রার্থীর জয়

সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় ৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী, দুইটিতে বিএনপির প্রার্থী এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখ্ত, ছাতকে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী, মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ ও কমলগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমদ বিজয়ী হয়েছেন। হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী এবং জগন্নাথপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আক্তার হোসেন বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ পৌরসভা : সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত ২১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। নাদের বখতের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট।

গতকাল শনিবার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। দিনভর অনুষ্ঠিত নির্বাচনে ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে বলে জানা গেছে।

জগন্নাথপুর পৌরসভা : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আক্তার হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। চামচ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট। এই পৌরসভায় মোট ২৮ হাজার ৬৪২টি ভোটের মধ্যে প্রয়োগ হয়েছে ১৮ হাজার ১৮৮টি ভোট। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রথমবারের মতো এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৯২ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৫০জন। মোট ভোটকেন্দ্র ছিল ১২টি।

ছাতক পৌরসভা: সুনামগঞ্জের ছাতক পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আবুল কালাম চৌধুরী ৪ হাজার ৯১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।  গতকাল শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ২০৮ জন।

কুলাউড়া পৌরসভা : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টায় প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাজান মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। এছাড়া বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং বিএনপির কামাল উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট। উল্লেখ্য, কুলাউড়া পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭৫৯ জন।

কমলগঞ্জ পৌরসভা : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জুয়েল আহমদ। ৫ হাজার ২৫৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হলেন তিনি। শনিবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল জানা গেছে।

প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট ও মো. হেলাল মিয়া জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার।

জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫৯টি ভোট বাতিল হয়েছে। এখানে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মাধবপুর পৌরসভা : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। আর নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির হাবিবুর রহমান মানিক। মূলত দুই স্বতন্ত্র প্রার্থীর কারণেই নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকার প্রার্থীর।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের শীষে ভোট পেয়েছেন ৫০৩১ ভোট, আওয়ামী লীগের প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম জগ প্রতীকে পেয়েছেন ৩০৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪১৮৫ ভোট।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মাধবপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তায় নির্ধারিত সময়ের পর বিকেল ৫টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়।

নবীগঞ্জ পৌরসভা : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ২৬০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করেছেন তিনি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫ আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। এই হিসাবে ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী।

এনএইচ/আরসি-০১