কবরস্থানের বাঁশ কাটা নিয়ে মুখোমুখি দুইপক্ষ

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০১:১২ পূর্বাহ্ন



কবরস্থানের বাঁশ কাটা নিয়ে মুখোমুখি দুইপক্ষ

সিলেটের ওসমানীনগরে কবরস্থানের বাঁশ কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্বতাজপুর বাসিন্দা আব্দুর রহমান ঘর তৈরির জন্য পঞ্চায়েতি কবরস্থান থেকে বাঁশ কাটছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা মাহমদ আলী বাঁশ কাটতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহমান তার হাতে থাকা দা নিয়ে মাহমদ আলীর দিকে তেড়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল বিনিময় হয়। এ সময় মাহমদ আলী (৬২) ও আব্দুল মনাফ (৬০) নামের দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি। উভয়পক্ষকে নিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।'

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করেছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।'

 

ইউডি/আরআর-০৫