রাইজ স্কুলের শিক্ষার্থীদের অনন্য সাফল্য

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৬, ২০২১
১০:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
১০:৪৭ অপরাহ্ন



রাইজ স্কুলের শিক্ষার্থীদের অনন্য সাফল্য

ক্যামব্রীজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশনের নভেম্বর-২০২০ সিরিজের ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য দেখিয়েছিন ক্যামব্রীজ অনুমোদিত আইজিসিএসই এবং এ লেভেলে সিলেটের একমাত্র স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট অ্যাডুকেশনের (রাইজ) দুই পরীক্ষার্থী। গত ১২ জানুয়ারি এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে স্কুলের শিক্ষার্থী আশরাফ ইসলাম আশফাক এবং রিফা তাসপিয়া মিতি এ গ্রেড অর্জন করেছেন। 

স্কুল সূত্রে জানা গেছে, মহামারি করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষায় সরাসরি এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে রাইজ স্কুলের আশরাফ ইসলাম আশফাক গণিত ও পদার্থ বিজ্ঞানে এ স্টার এবং রসায়ন ও জীববিজ্ঞানে এ গ্রেড লাভ করেছেন। একই পরীক্ষায় রিফা তাসপিয়া মিতি গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এ গ্রেড অর্জন করেছেন।

দুটি বিষয়ে এ গ্রেড পাওয়া আশরাফ নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এ পর্যন্ত সিলেটের বাইরের ৪টি বিদ্যালয়ে পড়াশোনা করেছি। কিন্তু এখানে এ লেভেলে ভর্তি হয়ে আমি যথেষ্ট স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পেরেছি। রাইজ স্কুলের প্রতিষ্ঠানিক অবকাঠামো, ল্যাব ও শিক্ষকদের আন্তরিকতা এই সাফল্যে ভূমিকা রেখেছে।’

তিনটি বিষয়ে এ গ্রেড পাওয়া ছাত্রী মিতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘রাইজের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ক্যামব্রীজ সিলেবাসে আরও ভালো ফলাফল করে শিক্ষাক্ষেত্রে সিলেটের সুনাম বাড়াবে।’

স্কুলের শিক্ষার্থীদের এমন ফলাফলে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মি. মার্ক এডওয়ার্ড। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা ভবিষ্যতেও এ সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

 

এএফ/০১