ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ‘শিবজ্ঞানে-জীবসেবা করো’। প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। সমাজে কে কোন ধর্ম বা বর্ণের তা বিবেচনা না করে প্রকৃত অসহায় মানুষের সেবা করে যাওয়াটাই ভগবানের কৃপা লাভের উৎকৃষ্ট উপায়। জীবন প্রদীপ যখন নিভে যাবে, যখন আত্মীয়-স্বজন বা পরিচিতজনদের থেকে আমরা চলে যাব, তখন ইহজগতের মঙ্গল কাজগুলোই আমাদের পথের কড়ি হবে। ভগবানের সান্নিধ্য পেতে হলে মানবসেবার বিকল্প নেই।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে ওসমানীনগরের তাজপুরস্থ রামকৃষ্ণ সেবাশ্রম মিলনায়তনে শীতবস্ত্র বিতরণকালে হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ উপরোক্ত কথাগুলো বলেছেন।
‘শিবজ্ঞানে-জীবসেবা’ এ প্রত্যয়ে রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে এবং বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলনথ্রপিক সেন্টার, নিউইয়র্ক (ইউএসএ) এর অর্থায়নে এলাকার ১শ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সেবাশ্রমের সভাপতি কান্তি ভূষণ ধর (কাজল), সাধারণ সম্পাদক হিমাদ্রি লাল দত্ত পুরকায়স্থ, জনক চক্রবর্তী, মানিক লাল দত্ত, বাবুল দাশ, রাজীব ভট্টাচার্য, সুহৃদ দেব, নির্মল কান্তি দেব নিস্কু, অসিত দেব, সজল দেব, সজল দেব, চম্পা রাণী দাশ প্রমুখ।
ইউডি/আরআর-০৬