কানাইঘাট প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত হলি হেলথ হাসপাতালে নতুন সংযোজিত ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় দারুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর দোয়ার মাধ্যমে ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রশিদ ও মুমিন রশিদ।
এ সময় হলি হেলথ হাসপাতালের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আজমল হোসেন, ডা. এহিয়া আহমদ খান, জুবের আহমদ, সিফত উল্লাহ ও জাকারিয়া আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও ডা. নাজমুল হকসহ অন্যান্যরা বলেন, কানাইঘাট উপজেলার মধ্যে একমাত্র বেসরকারি হাসপাতাল হচ্ছে হলি হেলথ হাসপাতাল। ২০১৭ সালে চিকিৎসাসেবার মহান ব্রত নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। গাইনি ইউনিটসহ বিভিন্ন বিভাগে মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদান, আধুনিক ডিজিটাল এক্সরে ও প্যাথলজি বিভাগে উন্নত চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার, নির্ভুল রিপোর্ট প্রদানসহ সার্বক্ষণিক স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবা প্রদান করায় তারা সাধুবাদ জানান।
তারা বলেন, কানাইঘাটের মধ্যে একমাত্র এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু হওয়ায় এখন সিলেটে না গিয়ে এখান থেকে ডাক্তারের পরামর্শে সেবা নিতে পারবেন স্থানীয়রা। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সবাই হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এমআর/আরআর-০৫