সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
সিলেট নগরের ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সেবক খন্দকার জামে মসজিদের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) পুণ্যভূমি সিলেট। এই নগরের ঐতিহ্যবাহি ৫শত বছরের পুরোনো খন্দকার জামে মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও নগরের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে কাউন্সিলররাসহ কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করছেন।
তিনি আরও বলেন, সকলের অব্যাহত সহযোগিতায় সিলেটকে আধ্যাত্মিক নগরের মর্যাদায় আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কাউন্সিলদের সঙ্গে নিয়ে নিয়মিত কাজের তদারকি করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন রায়নগর খন্দকার জামে মসজিদ কমিটির সভাপতি এম আফতাব আহমদ, সেক্রেটারি জুবায়ের আহমদ খান, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক কমিশনার অ্যাডভোকেট কুতুব উদ্দিন আহমদ, সরওয়ার আহমদ খান লিটু, খন্দকার জামে মসজিদের ইমাম তুফায়েল আহমেদ, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবাহান, মুয়াজ্জিন শফিকুল ইসলাম, মাসুম আহমদ, আহমেদ মাসুদ জালালাবাদী, এইচ.এম.এস সৈকত, মহি উদ্দিন শাহান, এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, সেবুল আহমদ, সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মতিন, সিটি করপোরেশনের কার্য সহকারী হারুনুর রশিদ তছির আলী, প্রমুখ।
এলাকাবাসীর চলাচলে সুবিধার্থে রাস্তার জন্য মসজিদের ৪ফুট জায়গা ছাড়ায় মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র ও কাউন্সিলর।
বিএ-১৩