গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২১
১০:০৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
১০:৫০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ নজমুল হক (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় সিলেট নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের বাঘিরঘাট গ্রামে।
তিনি ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা বাঘিরঘাট উত্তর মহল্লা বড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘিরগাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মরহুমের ভগ্নিপতি আব্দুল কাদির হাসনাত।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ লোকজন ও স্বজনরা বাড়িতে ভিড় করেছেন। শোকাহত নেতাকর্মীদের অনেকে মরহুমের স্মৃতিচারণ করে শোকপ্রকাশ করেন।
এফ এম/বি এন-০২