গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত ফয়জুল গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৫, ২০২১
০৬:২৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৫, ২০২১
০৬:২৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত ফয়জুল গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন থেকে একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত মো. ফয়জুল হক (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে বাঘা ইউনিয়নের গোলাপনগর (পূর্বগাও) থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। সে গোলাপনগর (পূর্বগাও) গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

জানা যায়, থানা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মো. জাকির হোসাইন, এএসআই মো. হেলাল উদ্দিনসহ একটি দল এলাকার বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাত ১টার দিকে ফয়জুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। 

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, কানাইঘাট, শাহপরান থানায় ফৌজদারী আইনে ৬টি মামলা রয়েছে।

এফএম/বিএ-০৬