গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২১
০৫:৪৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
০৫:৪৩ অপরাহ্ন
গোলাপগঞ্জে টিলা কাটতে গিয়ে মাটি চাপায় মস্তফা আহমদ (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মস্তফা আহমদ পূর্ব ফুলসাইন্দ (বাজরাং টিলার) ময়নুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজমিস্ত্রি রেজাউল ও খয়রুন নেছা নামে এক নারীর মালিকাধিন টিলাতে ট্রলির সহযোগী হিসেবে মাটি কাটতে যান মস্তফা আহমদ। এসময় টিলা ধ্বসে মাটিতে চাপা পরেন মোস্তফা আহমদ। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই কালাম আহমদ জানান, আমার ভাই মোস্তফা গর্তে ঢুকে টিলা কাটতে অপারগতা প্রকাশ করেছিল। ট্রলির ড্রাইভার দিপু টিলার গর্তের ভেতরে ঢুকে মাটি কাটার জন্য বাধ্য করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএ-০২