ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে গোয়ালাবাজার সংলগ্ন ইলাশপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে লোকজন নিয়ে আসা ওই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- বগুড়ার মকরম আলী (৪৫), পদ্ম মিয়া (৩০), আলী হোসেন (৩২), ওয়ারেছ মিয়া (৪০) ও লকুছ আহমদ (২০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে বগুড়া থেকে সিলেটে মাজার জিয়ারতে আসা বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় জনতা, পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউডি/আরআর-০৯