বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৩, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৩, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এনামুল হক চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। ২০১৩ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান প্রবীণ এই রাজনীতিবিদ।

আওয়ামী লীগের প্রয়াত এই নেতার মৃত্যু দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ‘জেবুন্নেছা হক-এনাম ফাউন্ডেশন’।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের কবর জিয়ারত। বেলা ২টায় সিলেট নগরের জিন্দাবাজারে ফাউন্ডেশনের কার্যালয়ে আর্থিক অনুদান বিতরণ। বাদ আছর তাঁতীপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল এবং বাদ এশা নগরের ঝেরঝেরি পাড়া জামে মসজিদে দোয়া মাহফিল।

আরসি-০১