ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২১
১১:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় তাজপুর মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল স্কুলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সরফরাজ হোসেন।
সেমিনারে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফসানা তাসলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আবদাল মিয়া, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নেয়ামত উল্লাহ্, প্রধান শিক্ষক শহীদ হাসান, স্যানেটারি ইন্সফেক্টর মো. সামছুদ্দিন সাংবাদিক আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন, কবির আহমদ, রণজিত চৌধুরী, সমরেন্দ্র বৈষ্ণবসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে খাদ্যে ভেজালরোধে সচেতন হওয়ার জন্য ভেজালের বিভিন্ন দিক তুলে ধরা হয় একই সাথে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ কর্তৃক তদারকি বৃদ্ধির ব্যাপারে অনুরোধ জানানো হয়।
ইউ ডি/বি এন-১১