ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সভাপতি জিয়া খালেদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বাদ আসর ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদে এ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো. শহিদুজ্জামান, ব্যবসায়ী আবুল হোসেন শাহ, মামনু জামান, ফেঞ্চুগঞ্জ প্রসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু,বদরুল আমিন,শহিদ আহমদ জুলহান চৌধুরী,জিয়া খালেদের ভাতিজা মায়দুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথার জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হক মুন্না, সাংবাদিক আসিফ ইকবাল ইরন, ছামি হায়দার প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ছানি ইমাম আব্দুল হান্নান।
মিলাদ, দোয়া মাহফিল পরে মুসল্লিদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
প্রসঙ্গত গত বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ।
জে সি/বি এন-০৩