ঘাতক ট্রাক চালক গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১২, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২১
০৭:৪২ পূর্বাহ্ন



ঘাতক ট্রাক চালক গ্রেপ্তার

সিলেট নগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহতের ঘটনা ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১) চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আটক ট্রাক চালকের নাম জাহিদ মিয়া (৪৮)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জের কিচক গ্রামের মৃত মোজাহারের ছেলে। 

সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে নিহত দুজনের লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ও ট্রাক ভাঙচুর করেন। এসময় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি ট্রাক ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

 

এএফ/০১