নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২১
০৬:৪১ অপরাহ্ন
সিলেট নগরে বেপরোয়া ট্রাকের চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন নগরের জালালাবাদ এলাকার লুৎফুর এবং বনকলাপাড়া এলাকার বাসিন্দা সজিব।
আজ সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেন। এ সময় অন্তত অর্ধশতাধিক ট্রাক ভাংচুর এবং দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
বিএ/০৭