নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
নগরের চৌকিদেখি এলাকায় ট্রাক থামিয়ে ছিনতাই’র অভিযোগে হাসান আলী (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
জানা যায়, গত রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে সুনামগঞ্জের দিরাই’র উদ্দেশ্যে রওয়ানা হোন মো. জাহাঙ্গীর। ওই দিনগত রাত সাড়ে ৮ টার দিকে চৌকিদেখী বাঁশবাড়ী গলিরমুখে পৌঁছামাত্র ট্রাক দাঁড় করিয়ে চালক জাহাঙ্গীরের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় একদল যুবক।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করে। সে চৌকিদেখী এলাকার সুন্দর আলী কলোনীর তাহের আলীর পুত্র।
পুলিশ জানায়, তার আরও পাঁচজন সহযোগী ছিল। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিএ-০৯