সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১১, ২০২১
০৭:১৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১১, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ফজলুল হক তানু মিয়া ইন্তেকাল করেছেন। রবিবার (১০ জানুয়ারি) রাত ৯ টা ৪৫ মিনিটে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (১১ জানুয়ারি) বাদ জোহর নগরের জল্লারপাড় জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাঁকে দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের।
ফজলুল হক তানু মিয়া গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম (১৯৮৫-১৯৯০) চেয়ারম্যান ছিলেন। এছাড়া ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং সিলেট দি এইডেড হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানেই তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন।
এএফ/০২