ওসমানীনগরের শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
১০:৪৫ অপরাহ্ন



ওসমানীনগরের শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ওসমানীনগরের ২ শতাধিক অসহায় এবং দরিদ্রদের মধ্যে উন্নতমানের কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে সাদিপুর ইউপির খসরুপুর বাজারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইসলামপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আবুল মিয়া।

খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শেরপুর শাখার পরিচালক আনোয়ার আহমেদের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিদ্দিকুর রহমান ভুট্টো। 

প্রধান অতিথির বক্তব্য দেন-সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন-পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক প্রণয় কুমার পাল, খসরুপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হক, চ্যানেল এস-এর মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, মানবাধিকার কমিশনের ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারি আরজু মিয়া, যুবলীগ নেতা মামুন আহমদ, ২নং ওয়ার্ড সদস্য এহসাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই আর্থমানবতার সেবায় কাজ করছে। বর্তমান শীত মৌসুমে হতদরিদ্রদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তারই ধারাবাহিকতায় খসরুপুরের অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

পাশাপাশি করোনা সংকট মোকাবেলায় তাদের সবার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।  

আলোচনা সভা শেষে খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র খসরুপুরস্থ ২য় শাখার উদ্বোধন ও আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইউ ডি/বি এন-০৯