ইউকেতে বাঙ্গালী কমিউনিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেঞ্চুগঞ্জের মুহিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
০৯:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৯:৪৬ অপরাহ্ন



ইউকেতে বাঙ্গালী কমিউনিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেঞ্চুগঞ্জের মুহিত

ইংল্যান্ডে এবার মহামারি করোনা ভাইরাস ভয়ঙ্কর রুপ ধারন করছে। দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা আক্রান্ত হাজার হাজার। 

তিল ধরনের ঠাঁই নেই কোন হাসপাতালে। বিশেষ করে বাঙ্গালী অধ্যুষিত এলাকা বার্মিংহামের অবস্থা ভয়াবহ। তার পর ও বাঙ্গালী কমিনিউটি গুলোতে সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না।

বিশেষজ্ঞরা মনে করেন এখনো যদি জনগন সচেতন না হন তাহলে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ থেকে আর দীর্ঘ হবে। তাই জনগনকে সচেতন করতে বাঙ্গালী কমিনিউটি সচেতেনতা বৃদ্ধির লক্ষে কাজ করে চলেছেন তারা। 

আর সেই কমিনিউটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান পিপিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: আব্দুল মোহিত।

বাঙ্গালী কমিনিউটিতে সচেতনাতার জন্য সেবা কেয়ার ইউকের  এম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে তাকে।

গত ৮ জানুয়ারি তিনি এ দায়িত্ব গ্রহন করেন।এ কাজে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জে সি/বি এন-০৫