গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৮:৫৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা এমএসটিই গ্যাস ফিল্ডে পেট্রোল ও এলপিজি গ্যাস উৎপাদনের কাঁচামাল মূল্যবান এনজিএল পুড়িয়ে ধ্বংস করা বন্ধের দাবিতে গোলাপগঞ্জের সর্বস্তরের জনতার এক সভা সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়া উপজেলার পেট্রোল ও এলপিজি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিজিসিএল এর কেটিএল প্ল্যান্ট ও এলপিজি গ্যাস বোতলজাতকারী প্রতিষ্ঠান এলপিজি প্ল্যান্ট ৪ মাস থেকে বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় সম্পদ রক্ষায় সভার আহবান করা হয়।
সভায় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ‘গোলাপগঞ্জ খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটি’র আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
এফ এম/বি এন-০১