সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বন্ধুসভা সিলেটের 'পিঠা উৎসব'

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১০, ২০২১
০৪:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০৪:৫৩ পূর্বাহ্ন



সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বন্ধুসভা সিলেটের 'পিঠা উৎসব'

শীতের দুপুর। উষ্কখুষ্ক সবুজ চা-বাগানে বইছে নতুন ধানের পিঠাপুলির ম ম গন্ধ। টেবিলে সাজানো পাঁচ পদের বাহারি পিঠা। পিঠাগুলো কাঁচা কলাপাতায় মুড়িয়ে তুলে দেওয়া হচ্ছে হাতে হাতে। ক্রেতা নেই, নেই বিক্রেতা। এ আয়োজন শুধু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।  সিলেট প্রথম আলো বন্ধুসভা সিলেট এর  আয়োজনে সুবিধাবঞ্চিতদের সাথে পিঠা উৎসবের দৃশ্য এটি।

শনিবার (৯ই জানুয়ারি) সিলেট শহরের তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বন্ধুরা শীতকালীন পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা শিশুদের হাতে পিঠা তুলে দেন বন্ধুসভার সদস্যরা। পরিবেশ সচেতনতায় পলিথিন বা প্লাষ্টিকের প্যাকেটের বদলে পিঠা বিতরণে ব্যবহার করা হয় কলাপাতা।

বন্ধুদের নিজেদের তৈরী পিঠা কলাপাতা মুড়িয়ে শিশুদের হাতে হাতে দেওয়া হয়।সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম বলেন, ‘এবছর থেকে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে সিলেট বন্ধুসভার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।’

এতে উপস্থিত ছিলেন সিলেট  বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেনসহ বন্ধুসভার সকল বন্ধুরা৷

আরসি-০৭