শাবির বিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

শাবি প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন



শাবির বিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি ও সাধারণ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্যবসায় প্রশাসন অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী চৌধুরী মুহম্মদ রিয়াজুজ্জামানকে সভাপতি এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

আজ শনিবার (৯ জানুয়ারি) এসোসিয়েশনের সাধারণ সভায় ২০২০-২১ বছরের জন্য নতুন কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জালাল উদ্দিন (৪র্থ ব্যাচ) ও ইমরান হোসাইন সবুজ (৫ম ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ সারওয়ার রাসেল (৫ম ব্যাচ), সোহেল রানা ভূইয়া (৬ষ্ঠ ব্যাচ) ও তাপস শীল (৮ম ব্যাচ)।

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ জ্যোতিষ রঞ্জন দাস (৭ম ব্যাচ), সহ-কোষাধ্যক্ষ আশরাফুল আলম (১০ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী অনিক (৬ষ্ঠ ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক হীরক দত্ত দীপু (১১তম ব্যাচ), দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (১১ তম ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক আবদুল মালেক (১২তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রাকিন (১০ম ব্যাচ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান মোল্লা (১৬তম ব্যাচ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ তাহমিম ইসলাম রমিম (১১তম ব্যাচ), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজা নূরতাজ জামান শুভ (১৩তম ব্যাচ), সংস্কৃতি সম্পাদক মোরশেদুল হাসান কবির (৯ম ব্যাচ), সহ-সংস্কৃতি সম্পাদক সঙ্গিতা সরকার (১৫তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক নওরোজ নূর সাকিব (১২তম ব্যাচ), সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম (১৬তম ব্যাচ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আফজাল হোসাইন আকন্দ রনি (১ম ব্যাচ), আকরামুল হক (৭ম ব্যাচ), মাকসুরা জালাল (৭ম ব্যাচ), ফাতেমা রশিদ সাবা (৮ম ব্যাচ), সালেহ কায়েস (৯ম ব্যাচ), মহিউদ্দিন হাজারি (১০ম ব্যাচ), প্রদীপ ঘোষ (১০ম ব্যাচ), তানভির হাসান চৌধুরী হিমেল (১২তম ব্যাচ), নাহিয়ান আহমেদ চৌধুরী আলভি (১২তম ব্যাচ) ও ফরহাদ আহমেদ (১৪তম ব্যাচ)।

সার্বিক বিষয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী মুহম্মদ রিয়াজুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনকে গতিশীল করাই আমাদের লক্ষ্য। অতীতের ন্যায় বিভাগের বিভিন্ন কল্যাণমূলক কাজে এসোসিয়েশনের ভূমিকা আরও সুদূরপ্রসারী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

এইচএন/আরআর-০৫