বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে সিলেট মহানগর আওয়ামী লীগ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১০, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে সিলেট মহানগর আওয়ামী লীগ

দীর্ঘ অপেক্ষার পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুটি কমিটি অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর আজ শনিবার (৯ জানুয়ারি) সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ ঘোষিত কমিটির নেতারা ঢাকার ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাও প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এএফ/০১