গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৮, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৮, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ২ জন কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ তাদের মনোনয়ন বহালের ঘোষণা দেন। মনোনয়ন ফিরে পাওয়া দুই কাউন্সিলর প্রার্থী হলেন গোলাপগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লায়েক আহমদ ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মুজিবুর রহমান ।
এই দুই কাউন্সিলরের প্রার্থিতা আপিলে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
গত ৩ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ে ৪ মেয়র প্রার্থীসহ ৫৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওইদিন এই দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বিএ-০৬