গোলাপগঞ্জে দুই আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৭, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে দুই আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড়ে (লেচু বাগান) আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ রায়গড় এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও একই এলাকার আমরোজ আলীর ছেলে আফজাল আহমদ (৩০)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর-৮) রয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এফএম/আরআর-৯