ওসমানীনগরে 'আইইএলটিএস' বইয়ের মোড়ক উন্মোচন

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ০৭, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে 'আইইএলটিএস' বইয়ের মোড়ক উন্মোচন

সিলেটের ওসমানীনগরে ইংলিশ মেন্টরের 'IELTS' এর মডিউলভিত্তিক ৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেলে গোয়ালাবাজারস্থ অফিসে ইংলিশ মেন্টরের IELTS Trainer জুনেদ আহমেদ জয়ের লেখা Speaking, Listening, Reading & Writing বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন FM Method সিলেটের পরিচালক ও সেল্টা সিলেটের সভাপতি এ্যাডভোকেট খালেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শামছুল হক, Hexa’s জিন্দাবাজারের সিইও ও সেল্টা সিলেটের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এবং অর্কিড এসোসিয়েটের সিইও মোহম্মদ ফেরদৌস আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইংলিশ মেন্টরের পরিচালক আব্দুল আলীম সুহেল, ডিটিএলবি’র পরিচালক মিনহাজুর রহমান মিলাদ, IELTS Trainer জুনেদ আহমেদ জয়, নাহিদ আহমেদ, জাকারিয়া আহমেদ, মোহাম্মদ আলী, সাদিয়া সুলতানা, সামিরা সুলতানা, শাহীন আহমেদ, রাজ আহমেদ প্রমুখ।

 

ইউডি/আরআর-০৭