এমসি কলেজের সাবেক ভিপি আব্দুস সাত্তারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৬, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন



এমসি কলেজের সাবেক ভিপি আব্দুস সাত্তারের ইন্তেকাল

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্র সংসদের ১৯৭৪ সালের ভিপি ও জাসদ ছাত্রলীগ নেতা আব্দুস সাত্তার আর নেই। গতকাল সোমবার (৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত ১২টায় অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। 

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুস সাত্তারের গ্রামের বাড়ি সুনাগঞ্জের জগন্নাথপুর উপজেলার দড়ি কুঞ্জনপুর গ্রামে। তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের ভগ্নিপতি।  

এদিকে এই রাজনীতিকের মৃত্যুতে সিলেটজুড়ে নেমে এসেছে শোকের ছায়ায়। পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান তারা।

এসব শোকবার্তায় তারা বলেন, আব্দুস সাত্তার ছিলেন একজন সজ্জন ও নির্লোভ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

শোক প্রদানকারিরা হলেন জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা নারী জোট সভাপতি শামীম আখতার, সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

আরসি/এএফ/০৯