ঘুষ আদায় বন্ধে সিলেটে পুলিশের টি কর্ণার

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৫, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন



ঘুষ আদায় বন্ধে সিলেটে পুলিশের টি কর্ণার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উদ্যোগে টি কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা বিভাগীয় কার্যালয়ে এ টি কর্ণার চালু হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের এডিসি মিডিয়া জানান, লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে যাতায়াত খরচ ও চা খরচের দোহাই দিয়ে কিছু অসাধু পুলিশ সদস্যদের মধ্যে উৎকোচ আদায়ের প্রবণতা রয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের এ উদ্যোগ এর কার্যক্রমকে আরও স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি কক্ষে অফিসার ও ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষে টি কর্ণারের সু-ব্যবস্থা করা হয়েছে। সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সরা স্বাস্থ্যবিধি মেনে টি কর্ণারে বিনামূল্যে চা পান করতে পারবেন। সাম্প্রতিক করোনাভাইরাসের কথা বিবেচনায় মহানগর গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্সদের জন্য এই সু-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগকে দুইটি মাইক্রোবাস প্রদান করেন। যা মহানগর গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্সদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দায়িত্ব পালনে মহানগর গোয়েন্দা বিভাগ অনেক গতিশীল হয়েছে।  

এনএইচ/বিএ-০৩