শাবি প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এইচ এন/বি এন-০৪