লন্ডন থেকে এলেন ৪২ জন, যাচ্ছেন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৪, ২০২১
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০৭:১৬ অপরাহ্ন



লন্ডন থেকে এলেন ৪২ জন, যাচ্ছেন কোয়ারেন্টিনে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে এসে পৌঁছেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২ টায় ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছায়।

বিমানের এই ফ্লাইটে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিতে প্রস্তুত করা হয়েছে ৩ টি বিআরটিসি বাস। ইতোমধ্যে সেগুলো বিমানবন্দরে পৌঁছেছে। যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার জন্য সিলেট নগরের একটি নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গণমাধ্যম) শামমা লাবিবা অর্ণব।

আরসি-১১