গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০৬:১৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৩ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয় বাছাইয়ে মেয়র পদের ৪ জন, সাধারণ কাউন্সিলর পদের ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোয়নয়ন বাতিল হওয়া দুই কাউন্সিলর প্রার্থী হলেন- লায়েক আহমদ ও মুজিবুর রহমান। পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার হওয়ায় মুজিবুর রহমানের ও ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় লায়েক আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জানা গেছে।
গোলাপঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এফএম/আরআর-১০