নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৩, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। শুক্রবার রাতে সিলেট নগরের আম্বরখানায় বাসদ কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে মনোনীত করা হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহŸায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, বাসদ (মার্কসবাদী) নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ প্রমুখ। সভায় আসামি ৬ জানুয়ারি দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত হয়।
বিএ-০২