নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০২, ২০২১
০৭:১৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২১
০৭:১৭ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে উৎসব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিন শুক্রবার অনেক শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়েছে। ১২ দিনে সব শিক্ষার্থীই হাতে পাবে নতুন বই।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সিলেট অঞ্চলে মাধ্যমিক ও দাখিল মাদরাসায় বইয়ের চাহিদা ১ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৬২টি। এর মধ্যে মাধ্যমিক স্তরে ১ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৮২৫টি। মাদরাসায় এবতেদায়ী ও দাখিল স্তরে সিলেট বিভাগে মোট বইয়ের চাহিদা ৩৯ লাখ ৩২ হাজার ২১৪টি।
মাধ্যমিক স্তরে বইয়ের চাহিদা সিলেট জেলায় ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮, সুনামগঞ্জ জেলায় ২৩ লাখ ১৪ হাজার ৯৫৫, মৌলভীবাজার জেলায় ২৭ লাখ ১০ হাজার ৪৪০ ও হবিগঞ্জ জেলায় ২২ লাখ ৯৭ হাজার ৭৮২টি।
মাদরাসায় এবতেদায়ী ও দাখিল স্তরে সিলেট বিভাগে মোট বইয়ের চাহিদার মধ্যে সিলেট জেলায় ১৫ লাখ ৩ হাজার ৭১৭টি, সুনামগঞ্জ জেলায় ৮ লাখ ৪৬ হাজার ২৫টি, মৌলভীবাজার জেলায় ৮ লাখ ৬১ হাজার ৪২০টি ও হবিগঞ্জে ৭ লাখ ২১ হাজার ৫২টি।
সিলেট বিভাগে অন্যান্য স্তরে মোট বইয়ের চাহিদা ২ লাখ ৪ হাজার ৮২৩টি বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়।
এছাড়া সিলেট জেলায় মাধ্যমিক, দাখিল ও প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ৮৫ লাখ ৭৮ হাজার ৯৯১ বলে জানা গেছে। এর মধ্যে পৌঁছেছে ৩৭ লাখ ৪৩ হাজার ৪৮৭। যা মোট চাহিদার ৪৩ শতাংশ।
মাধ্যমিক স্তরে সিলেট জেলায় চাহিদা ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮। মাদরাসায় এবতেদায়ী ও দাখিল স্তরে সিলেট সিলেট জেলায় ১৫ লাখ ৩ হাজার ৭১৭ এবং প্রাথমিক ও প্রাক-প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৮ হাজার ৬২৬। এর মধ্যে পৌঁছেছে ২১ লাখ ৭০ হাজার ২৬টি বই।
সুনামগঞ্জ জেলায় চাহিদা ৪ লাখ ৭৫ হাজার ৩৬২ বই। এর মধ্যে পৌঁছেছে ৪ লাখ ৪৩ হাজার ৪১৮ বই।
সূত্র আরও জানায়, মাধ্যমিক স্তরে সিলেট জেলায় চাহিদার মধ্যে সদর উপজেলায় ১০ লাখ ৮২ হাজার ৯৭৪, দক্ষিণ সুরমায় ৩ লাখ ২৭ হাজার ৫৮২, জৈন্তাপুরে ১ লাখ ৬৭ হাজার ৮৪৯, বালাগঞ্জে ১ লাখ ১৯ হাজার ৪০৫, গোলাপগঞ্জে ৩ লাখ ৪১ হাজার ২৭৭, বিয়ানীবাজারে ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫, বিশ্বনাথে ২ লাখ ৭৮ হাজার, গোয়াইনঘাটে ৩ লাখ ৬৭ হাজার ৩১০, কোম্পানীগঞ্জে ১ লাখ ৬৩ হাজার, জকিগঞ্জে ৩ লাখ ২৮ হাজার ৬০, কানাইঘাটে ৩ লাখ ৫৩ হাজার ৯০০, ফেঞ্চুগঞ্জে ১ লাখ ১৯ হাজার ৭৭৬ ও ওসমানীনগরে ১ লাখ ৮২ হাজার ১৭০টি বই। মোট চাহিদার মধ্যে বই পৌঁছেছে ১২ লাখ ১৬ হাজার ৪১৩টি।
মাদরাসায় এবতেদায়ী ও দাখিল স্তরে সিলেট সিলেট জেলায় চাহিদা ১৫ লাখ ৩ হাজার ৭১৭টি। এর মধ্যে দাখিল স্তরে চাহিদা ৯২ হাজার ৯৫৯ এবং এবতেদায়ী স্তরে চাহিদা ৫ লাখ ৮২ হাজার ৭৫৮টি।
দাখিল স্তরে সিলেট সদর উপজেলায় চাহিদা ১ লাখ ৪৮ হাজার ৫৬৫, দক্ষিণ সুরমায় ৮৬ হাজার ৭১৩, জৈন্তাপুরে ২৭ হাজার ৮৭০, বালাগঞ্জে ৩৫ হাজার ৪শ’, গোলাপগঞ্জে ৮৭ হাজার ৪৩৬, বিয়ানীবাজারে ৬৩ হাজার ২০, বিশ্বনাথে ৮৬ হাজার ৮০০, গোয়াইনঘাটে ৪৪ হাজার ৯৫০, কোম্পানীগঞ্জে ২৪ হাজার ৫০০, জকিগঞ্জে ১ লাখ ৯ হাজার ৬২০, কানাইঘাটে ৯৫ হাজার ৬৫০, ফেঞ্চুগঞ্জে ৪০ হাজার ১৭৫, ওসমানীনগরে ৬৯ হাজার ২৬০টি।
এবতেদায়ী স্তরে সদর উপজেলায় চাহিদা ৯৭ হাজার ৭৬৬, দক্ষিণ সুরমায় ৭২ হাজার ৬৯৬, জৈন্তাপুরে ১৯ হাজার ৪২৬, বালাগঞ্জে ৯ হাজার ৭২০, গোলাপগঞ্জে ৩৮ হাজার ৮৭০, বিয়ানীবাজারে ৩৯ হাজার ২০০, বিশ্বনাথে ৫৪ হাজার ৬০০, গোয়াইনঘাটে ২২ হাজার ৯০০, কোম্পানীগঞ্জে ২৫ হাজার ৩০০, জকিগঞ্জে ৬৮ হাজার ২০০, কানাইঘাটে ৭২ হাজার, ফেঞ্চুগঞ্জে ২৪ হাজার ৬৮০, ওসমানীনগরে ৩৭ হাজার ৪০০। এর মধ্যে জেলায় ৩ লাখ ৫৭ হাজার ৪৮টি বই পৌঁছেছে।
আরসি-১০