কোম্পানীগঞ্জে ভারতীয় মদের চালান সহ ব্যবসায়ী আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৯, ২০২০
০৮:০০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০
০৮:০১ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ভারতীয় মদের চালান সহ ব্যবসায়ী আটক

সিলেটের কোম্পানীগঞ্জে ২২৫ বোতল ভারতীয় মদের চালান সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ০৩- ৭৭৪২) সহ রাব্বি (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া রাব্বি মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের আনফর আলী পুত্র।

উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারটিকে জব্দ দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, ‘কোম্পানীগঞ্জের মাদক ব্যবসায়ীদের যত শক্তিশালীই সিন্ডিকেট থাকুক না কেন তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

এম কে/বি এন-৩