সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীমের কটুক্তিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর, মহানগর হকার্স দল এবং সিলেট জেলা শাখার আওতাধীন ১৯ টি ইউনিটের নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি মো. সোরমান আলী, হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মো. ইসলাম তাফাদার তনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রহমান, মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সভাপতি হাজী মো. রশিদ আহমদ রশিদ, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মো. হুমায়ন কবির ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন। সিলেট জেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুক এলাহী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুস মিয়া, সিনিয়র সহসভাপতি মো. সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোকন ইসলাম, মহানগর হকার্স দলের সভাপতি মো. আব্দুল আহাদ, সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশরাত জাহান খোকন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, হোটেল রেস্তোরাঁ শ্রমিকদলের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস ছামাদ এই নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আরিফুল হক চৌধুরীর রাজনীতির হাতেখড়ি। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, শুধু তাই নয় সিলেটের উন্নয়নে যিনি আলোকিত সিলেটের রূপকার হিসেবে আবির্ভূত হয়েছেন, সিলেট অঞ্চলে বিএনপিকে ঈর্ষান্বিত পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং দীর্ঘদিন দলের জন্য কারাভোগ করেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে লালন করে যিনি অদ্যাবধি দল ও জনগণের রাজনীতি করে যাচ্ছেন সেই আরিফুল হক চৌধুরীকে নিয়ে আবুল কাহের শামীমের কটুক্তিমূলক মন্তব্য হাস্যকর। এই কটুক্তি বিএনপির প্রতিষ্টাতা ‘শহীদ’ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এর ফলে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে পক্ষে বিপক্ষে মতপার্থক্য তৈরি হয়ে দলীয় শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে অশান্তি সৃষ্টি হচ্ছে।’
বিবৃতি তারা বলেন,‘ আমরা মনে করি এই কটুক্তিমুলক মন্তব্য করে আবুল কাহের শামীম মুলত দলের বৃহত্তর ঐক্য বিনষ্ট করার পায়তারা চালাচ্ছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন,‘ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে টানা দুইবার ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে সিলেটের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে যিনি নিবাচিত হয়েছেন এবং সারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন, জনগণের কল্যাণে বিএনপির প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তাকে নিয়ে বিতর্কিত কর্মকান্ডের জন্য দুই দুইবার বহিষ্কৃত আবুল কাহের শামীমের মুখে এমন মন্তব্য একেবারেই মানায় না।’
নেতৃবৃন্দ বলেন, ‘ গত ৬ ডিসেম্বর ২০২০ তারিখে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা যেখানে বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পরবর্তী সকল সরকার অবৈধ, আবুল কাহের শামীম সেই বক্তব্যকে সমর্থন দিয়ে এসেছেন। এরপর আর আবুল কাহের শামীম বিএনপি করার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আবুল কাহের শামীমের এইধরণের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
এনএইচ/বিএ-০৩