বিজয় দিবসে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৭, ২০২০
০৫:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৫:৩৭ পূর্বাহ্ন



বিজয় দিবসে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, উপ-সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগম, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাশ।

এছাড়াও বিএনএ ও ওসমানী হাসপাতালের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরসি-১৩