বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আর নেই, বিভিন্ন মহলের শোক

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আর নেই, বিভিন্ন মহলের শোক

সিলেটের জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত আনোয়ার হোসেন আর নেই। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় অসুস্থতা অনুভব করেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। সঙ্গে সঙ্গে তাঁকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা বেগতিক দেখে দ্রুত তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোক করেছেন। এরপর থেকে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আসর জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কফিনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। জানাজা নামাজ শেষে উত্তর মাহুতহাটি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ড. এনামুল হক সরদার, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, কানাইঘাট জৈন্তা সার্কেলের উপ-পুলিশ কমিশনার আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মহসিন আলী, ওসি (তদন্ত) ওমর ফারুক, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, শাহেদ আহমদ, সাবেক জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, স্থানীয় মুসল্লি আব্দুল মতিন শাহিন, আব্দুস শুকুর, সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, আনোয়ার হোসেন, ফারুক আহমদ, শওকত আলী, আবুল হোসেন, সংবাদিক মনজুর আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, আব্দুল মন্নান মনাই, কামাল আহমদ, শামিম আহমদ, বীর মুক্তিযোদ্ধাগণসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বিরসহ নেতৃবৃন্দ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

 

আরকে/আরআর-১৭