সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
১২:১০ পূর্বাহ্ন
বাঙালির মহান বিজয়ের পঞ্চাশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের সবচেয়ে সাহসী সন্তান। বাঙালির চিরকালের শ্রদ্ধার মানুষ। তাদের কল্যাণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।’
আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিসিক মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
সিসিকের মুক্তিযুদ্ধ ও প্রবাসী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট নগরের ৩২৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
সিসিক কাউন্সিলরদের পক্ষে বক্তব্য দেন কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা।
সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট রফিকুল হক ও ভবতোষ রায় বর্মণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েক, কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, কাউন্সিলর তাজউদ্দিন তাজ, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা সুলতানা, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিনহাসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক সবার প্রতি দেশ গড়ার কাজে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিয়েছেন, এখন দেশ গড়ার দায়িত্ব আমাদের।’ তিনি বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমাদের প্রত্যেককে নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দশ স্বাধীন করেছিলেন তা যেনো কিছুতেই ভুলণ্ঠিত না হয় সেদিকে ল্য রাখতে হবে।’
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের মূল মঞ্চ ফাঁকা রাখা হয়। অতিথিরাও দর্শকসারিতে বসা ছিলেন।
এর আগে সকালে নগর ভবনের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
এএফ/০২