কানাইঘাট প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২০
০৮:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
১১:৫০ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাটে উপজেলা যুবলীগের সিনিয়র নেতা যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় এই র্যালি কানাইঘাট ডাকবাংলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কানাইঘাট পৌরশহর হয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে এ বিজয় র্যালিতে উপজেলার তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনসহ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে যুবলীগ নেতা-কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট পৌর পয়েন্টে এক পথসভার আয়োজন করেন। উপজেলা যুবলীগের সিনিয়র নেতা আব্দুল্লাহ আল মোমিনের সভাপতিত্বে এবং যুবনেতা দেলোয়ার হোসেন রুবেলের পরিচালনায় পথ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আহমদ সোলেমান, উপজেলা যুবলীগ নেতা হেলাল আহমদ হেলালী, মো. জাকারিয়া, জাকারিয়া, কামাল আহমদ, আবুল হাসনাত, নিজাম উদ্দিন, এনাম উদ্দিন, শাহাব উদ্দিন, বিপ্লব, আবুল হোসেন, শিহাব উদ্দিন কাকা, ছাত্রনেতা মিজানুর রহমান, শাহার, মাছুম আহমদ, মো. আছার, হারুন রশীদ, ইকবাল, বাহার, সেলিম, আরিয়ান আশিক, নাজমুল, ইব্রাহিম, রুবেল, কাওসার, রাসেল আহমদ, ফখরুল, জনি, ছাত্রলীগ নেতা নাইম, আশরাফ রনি, পাবেল, শহীদ, সোহাগ, রনি প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা। আমাদের ইতিহাস ঐতিহ্য ও গৌরবের। আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। এই সত্যকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এমআর/বিএন-০৬/আরআর-০৩