শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ১৬, ২০২০
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
১১:৩০ অপরাহ্ন



শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এরপর সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল ৮টায় জাতির পিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। পরে শিক্ষক সমিতি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগসমূহ, বিভিন্ন হল প্রশাসন, শাবিপ্রবি প্রেসক্লাব ও ছাত্র সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

 

এইচএন/বিএন-০১/আরআর-০১