নগরের জালালাবাদে আবারও চুরি

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৬, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন



নগরের জালালাবাদে আবারও চুরি

সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকায় ১৮ দিনের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে কোনও এক সময় জালালাবাদ আবাসিক এলাকার  ১৭/৪ নং বাসার বাসিন্দা মো. রাসেল মিয়ার ফ্ল্যাটে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এর আগে গত ২৮ নভেম্বর এই  এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় চুরির ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মো. রাসেল মিয়া। তিনি জানান, ‘ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।’

জানা গেছে, জালালাবাদ আবাসিক এলাকার ১৭/৪ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন নগরের আম্বরখানাস্থ ডিঙি রেস্টুরেন্টের ম্যানেজার মো. রাসেল মিয়া। তবে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাসায় কেউ না থাকার সুযোগে সকাল ৬ থেকে ১১টার মধ্যে কোনো এক সময় পেছনের কলাপসিবল গেট ভেঙে চুরেরা ঘরে ঢুকে ৮-১০টি আলমারি ভেঙে, পুরো ঘর তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দুপুরের দিকে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে রাসেল মিয়া বাসায় গিয়ে অবস্থা দেখে পুলিশে খবর দেন। পরে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে মো. রাসেল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় চুরির ঘটনা ঘটে। সেসময় তার বাসার পাশের একটি ফ্ল্যাট থেকে প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা চুরি যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসাইন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রাথমিক তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারব।

আরসি-১৫