বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নিন্দা

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২০
১১:১৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নিন্দা

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন’।  

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি মুহাম্মদ মুর্শেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মাধ্যমে ঘটনার মূলোৎপাটন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

এইচএন/বিএন-০৮/আরআর-০৪