সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন
‘প্রখ্যাত কবি, গীতিকার আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যু অনাকাক্সিক্ষত। এই দুঃখজনক ঘটনার দায়ভার সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ এড়াতে পারবেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্থ কবির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কিছুটা হলেও কর্তৃপক্ষের দায় এড়ানো সম্ভব।’
কবি আবদুল বাসিত মোহাম্মদ স্মরণে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন গ্রুপের উদ্যোগে গতকাল সোমবার অনুষ্ঠিত শোকসভা, দোয়া মাহফিল ও নিবেদিত কবিতা পাঠের আসরে বক্তারা এসব কথা বলেন। সাইক্লোনের সভাপতি ব্যাংকার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কেমুসাসের সহসভাপতি সেলিম আউয়াল, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ছড়াকার অ্যাডভোকেট আবদুস সাদেক লিপন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস-ইউএসএ’র সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সমাজসেবী জাবের আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, কবি নাঈমা চৌধুরী, কবি ইফতেখার শামীম প্রমুখ।
তাসলিমা খানম বীথির পরিচালনায় দোয়া পরিচালনা করেন লেখক শামসীর হারুনুর রশীদ।
আরসি-০৬