বিয়ানীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২০
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন
গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী পালন করেছেন সিলেটের বিয়ানীবাজারবাসী। স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে শহীদ হওয়া ড. জিসি দেব’র বাড়ি এ উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামে। সেখানকার লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিয়ানীবাজারের কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ ও প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।
অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিয়ানীবাজার সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিম।
এসএ/বিএন-০৭/আরআর-০৩