সিলেটে প্রতিবন্ধীসহ শীতার্ত মানুষের পাশে প্রবাসী চার বন্ধু

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন



সিলেটে প্রতিবন্ধীসহ শীতার্ত মানুষের পাশে প্রবাসী চার বন্ধু

লন্ডনে বসবাসরত চারবন্ধু কামাল আহমেদ, মাহমুদ হাসান খান শিপলু, অনলাইন পত্রিকা নগরপত্র এর চেয়ারম্যান আশরাফ এম লিটু ও মো. জসিম জায়গিরদার রিপন এর উদ্যোগে সিলেট শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সিলেট শহরের কুমারপাড়া এলাকায় কয়েকটি প্রতিবন্ধী পরিবারের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কুমারপাড়া আর্ট এন্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়ার রিপোর্টার আহমাদ সেলিম, আলপনা সাহিত্য সংসদের সভাপতি অলিউর রহিম চৌধুরী ইকবাল, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেটের অতিরিক্ত পরিচালক এস.এন.বি জুবায়ের, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, চিত্রশিল্পী এনামুল হক এনাম, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমনসহ অনেকে। 

এসময় অতিথিরা প্রাবাসীদের সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসে থাকলেও দেশের যেকোনো সংকটে এগিয়ে আসেন তারা। তাদেও কল্যাণে শীতার্ত মানুষ যে সহায়তা পেয়েছে। এভাবে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএ-০৮