সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন
সংবিধান ও ভাস্কর্য প্রশ্নে ছাড়, সমঝোতা, মাঝামাঝি অবস্থান পরিহার করা ও ধর্ম ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে নগরে মানববন্ধন করেছে জাসদ। দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য দেন, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর জাসদ নেতা মো. সাইফুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক তবারক হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, প্রচার সম্পাদক নেপাল দাস, মোস্তফা জামাল, আরমান আহমেদ, উসমান গনি প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুকে মানি, কিন্তু ভাস্কর্য মানি না বলে রাজনৈতিক মোল্লারা তাদের কথার সুর পাল্টালেও এদের ছাড় পাওয়ার, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান-ভাস্কর্যের বিষয়ে কোনো ছাড়, সমঝোতা, আপস বা মাঝামাঝি কোনো পথ নেই। সংবিধানের কোনো বিকল্প নেই, ভাস্কর্যেরও কোনো বিকল্প নেই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে, আর ভাস্কর্যও থাকবে।’
বিএ-০৩