নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
র্যাবের অভিযান
মাস্ক না পরায় সিলেট নগরে জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়। রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে নগরের জিন্দাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯ এর একটি ভ্রাম্যমাণ আদালত রবিবার সন্ধ্যা ৫টার দিকে নগরের জিন্দাবাজার এলাকায় অভিযান শুরু করে। এ সময় মাস্ক না পরায় ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। এ সময় র্যাবের পক্ষ থেকে কয়েকশ মাস্ক বিতরণ করা হয়।
অভিযান শেষে তিনি বলেন, ‘আমরা দেখেছি অনেকেই মাস্ক পরেন না। তাদেরকে সচেতন করতে আমরা অভিযান করছি। মূলত এটি একটি সচেতনতামূলক কর্মসূচি। পরবর্তীতে র্যাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিএ-০২