মা ও শিশু এবং ওয়েসিস হাসপাতালকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৪, ২০২০
০৫:২০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৫:২০ পূর্বাহ্ন



মা ও শিশু এবং ওয়েসিস হাসপাতালকে ৯ লাখ টাকা জরিমানা
নোংরা অপারেশন থিয়েটার

নোংরা অপারেশন থিয়েটার, আইসিইউ পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন কারণে সিলেটের দুইটি বেসরকারি হাসপাতালকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নগরের সোবহানীঘাটস্থ মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ এবং ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। অভিযান শেষে তিনি বলেন, ‘হাসপাতালের দুইটি অপারেশন কক্ষেরই পরিবেশ নোংরা। কর্মচারীদের নোংরা কাপড়, কাঁথা-বালিশ রাখা, এমনকি তারা এখানে ঘুমাতেন। আইসিউতে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও তারা ডিপ্লোমাধারীকে দিয়ে আইসিউ পরিচালনা করে আসছেন। এমনকি তাদের ল্যাবে যে পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হয় সে পদ্ধতির আপডেট করা হয়নি। এতে ভুল ফলাফল আসার আশঙ্কাই বেশি। সব মিলে এখানে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করার মতো পরিবেশ, যা মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তাই এই হাসপাতালকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন। 

র‌্যাব-৯ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. সামিউল আলম সিলেট মিররকে বলেন, ‘মা ও শিশু হাসপাতালের পাশাপাশি একই কারণে ওয়েসিস হাসপাতালকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বিএ-২৪